চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডে চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তার ব্যাক্তিগত তহবিল থেকে ৩০০ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করেন।
এছাড়া ১০০ পরিবারকে নগদ অর্থ সহায়তা সহ ২০০ পরিবারের সদস্যদের মাঝে শাড়ি ও লুঙ্গিও উপহার দেয়া হয় তার পক্ষ থেকে।
ত্রাণ সহায়তা ও উপহারের পাশাপাশি আন্দরকিল্লা ওয়ার্ডের ৪টি মসজিদ/মন্দির কতৃপক্ষকে ৫ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়।
গত ৮ মে নগরীর হাজারী লেইনে এ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “কঠিন সংকটকালে সহায়তা প্রদান বা করুণা নয়, এটা মানবিক ও ধর্মীয় দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা পালনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ আর্তমানবতার পাশে আছে এবং থাকবে।”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রতন আচার্য্য, যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল আলম, ব্যবসায়ী শিবু প্রসাদ দাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জানে আলম, হেলাল উদ্দিন, ওয়ার্ড যুবলীগ নেতা সঞ্জীব বিশ্বাস সাজু, প্রতাপ চৌধুরী, লিটন দাশ, শিবু দত্ত, বিরাম চক্রবর্তী, নিপু শর্ম্মা, উৎপল দাশ, জয় চৌধুরী, তারেক চৌধুরী সহ আরও অনেকে।