ষড়যন্ত্র রুখতে প্রস্তুত থাকতে হবে তৃণমূলের নেতাকর্মীদের : নাছির

| বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৭:৪৪ পূর্বাহ্ণ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। ৮ নং শুলকবহর ওয়ার্ড আওতাধীন পূর্ব নাসিরাবাদ গ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. হোছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদ চৌধুরী মুক্তির সঞ্চালনায় নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভায় তিনি আহ্বান জানান।
এতে বক্তব্য রাখেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরোওয়ার্দ্দী, কাউন্সিলর মোর্শেদুল আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন পারভিন জেসী, মশিউর রহমান দিদার, কমল বড়ুয়া, আবু বক্কর চৌধুরী, আজিজুল হক চৌধুরী, এস এম আলম, মোহাম্মদ আলী চৌধুরী, হাবিবুর রহমান তারেক, মোহাম্মদ মোহসীন, আব্দুল হাকিম, নুরুল আলম চৌধুরী, ইলিয়াছ বালী, মাইনুল হক মনা, আব্দুর রব সোহেল, ইফতেখার উদ্দিন সাগর, সাইফুদ্দিন বাবু, মো. শহীদ, নুর নাহার বেগম ফুলু, ওমর ফারুক, মো. সেলিম, হায়দার আলী, মো. ইসমাইল, জাহেদ হোসেন টিটু, এম কে আলম বাসেদ, মো. পারভেজ, মো. জাহাঙ্গীর, তৌহিদুল ইসলাম শামীম, মো. ইসকান্দর হোসেন, মো. ইয়াছিন, মো. আজিজ ও মো. কামাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্মকে ব্যবহার করে কেউ যাতে বিভ্রান্ত করতে না পারে : রাষ্ট্রপতি
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদী সম্পাদককে প্রবীণ হিতৈষী সংঘের সম্মাননা