ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগকে ভ্যানগার্ড হয়ে কাজ করতে হবে

পটিয়ায় হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ১২:৪৫ অপরাহ্ণ

বিএনপি-জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে পটিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পটিয়া উপজেলা পরিষদ গেইট সম্মুখে উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির ও মাস্টার রিটন নাথের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোরশেদুল হক, আবুল হাসানাত ফয়সাল, শাহ আলম মেম্বার, এনামুল হক মজুমদার, জাবেদ সরোয়ার, হারুন মাস্টার, নাজিম উদ্দিন রনি, ইয়ার মোহাম্মদ বুলু, শীতল তালুকদার, শিমুল দে বাবু, মিঠুন চৌধুরী, কামাল উদ্দিন পারভেজ, আহমেদ নুর সাগর, ফয়সাল আহমদ জনি, নাজিম উদ্দিন, খোরশেদ আলম, জামাল উদ্দিন, আবদুর রহিম, মফিজুল আলম প্রমুখ।

হুইপ সামশুল হক চৌধুরী বলেন, দেশের বিরুদ্ধে বিএনপি-জামায়াত যদি কোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগকে ভ্যানগার্ড হয়ে কাজ করতে হবে। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল মহাসড়কের পটিয়া উপজেলা পরিষদ গেইট থেকে থানার মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধনয় দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, মারধরের অভিযোগ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন ১২ জনের করোনা শনাক্ত