কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম বলেছেন, বিএনপি-জামায়াত চক্র আবারও দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র শুরু করেছে। যতই অপপ্রচার ও ষড়যন্ত্র করা হউক না কেন এদেশের শান্তিকামী মানুষ অতীতের মতো যুদ্ধাপরাধী, আগুন সন্ত্রাসীদের জোট বিএনপি-জামায়াত চক্রকে বর্জন করবে। তিনি সকল ষড়যন্ত্র পরিহার করে উন্নয়ন ও গণমুখী রাজনীতি করার জন্য সকলের প্রতি আহবান জানান।
তিনি বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপরাজনীতির বিরুদ্ধে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গাস্থ কাজী মার্কেট চত্বরে গত সোমবার পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী ও প্রচার-প্রকাশনা সম্পাদক আরিফ মঈনুদ্দীন রাসেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশীদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরমেয়র আলমগীর চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন প্রমুখ। সমাবেশে দলের উপজেলা, পৌরসভা এবং যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।