ষড়যন্ত্র করে নির্বাচনী যাত্রাকে ব্যাহত করা যাবে না

দেওয়ান বাজার ওয়ার্ডে মেডিকেল ক্যাম্পে আবু সুফিয়ান

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবে বিএনপি। সাধারণ অসহায় ও দরিদ্র মানুষের জন্য শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। তারেক রহমানের ঘোষণা করেছেনকেউ যেন বিনা চিকিৎসায় না থাকেএই লক্ষ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় ‘হেলথ কার্ড’ চালু করবে। এই কার্ডের মাধ্যমে সব নাগরিক বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাবেন। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে নূন্যতম ১০০শয্যায় উন্নীত করা হবে।

(শনিবার) দুপুর ১২টায় ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডস্থ ঘাটফরহাদবেগ এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। তিনি আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য্য ও সাহসের সাথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। গণতান্ত্রিক উত্তরণে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যে যাত্রা আমরা শুরু করেছি ষড়যন্ত্র করে তা থামানো যাবেনা। আবু সুফিয়ানের পক্ষ থেকে ডা. ফরহাতুল ইসলাম জিসানের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে অংশ নেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. ইফতেখার আমিন রিজভী, ডা. সৈয়দ মো. হোসাইন ফাহাদ, ডা.সাইফুল ইসলাম, ডা. ইলামিকা নাফনান, ডা. আনিকা ফাইরোজ শ্বেতা। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক য্‌গ্মু সম্পাদক আনোয়ার হোসেন লিপু, হেলাল চৌধুরী, মাঈনুদ্দিন মো. শহীদ, খন্দকার নুরুল ইসলাম, সাব্বির আহমেদ, এম. এ হামিদ, গিয়াস উদ্দিন ভূইয়া, হারুনুর রশিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধকাল ক্বণন’র অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের কবিতা বিজয়ের আবৃত্তি’