ষড়ঋতু

স্বপ্নীল নাথ (৩২,৪৪৮) | বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশের ছয়টি ঋতু
ঘুরে ফিরে আসে।
তাই দেখে আমার মনে
খুব খুশি জাগে।
গ্রীষ্ম কাটে গরমে
বর্ষা কাটে বৃষ্টিতে।
শরৎ যায় কাশফুল দেখিতে দেখিতে।
হেমন্ত যায় পিঠা-পুলিতে।
শীত যায় কাথা কম্বল মুড়ি দিতে দিতে।
সব মিলিয়ে বসন্ত আসে
আনন্দ আর ফূর্তিতে।
এই হলো আমার বাংলাদেশের
ছয়টি ঋতু।
তাই আমি তাকে এত ভালোবাসি।
আমার প্রিয় জন্মভূমি
আমার প্রিয় দেশ
রূপের নেই শেষ।

পূর্ববর্তী নিবন্ধবুদ্ধিজীবীদের প্রতি
পরবর্তী নিবন্ধশীতের পাখি