ষড়ঋতু

মো. মাহির আদিয়ান | বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৮:৪৬ পূর্বাহ্ণ

(২৯,৭৭২)
মাতৃভূমি, জন্মভূমি
আমার প্রিয় বাংলাদেশ,
ছয় ঋতুতে ছয়টি সাজে
রূপের তার নেই যে শেষ।
গ্রীষ্মকালে বেজায় গরম
ফল পাওয়া যায় হরেকরকম,
বর্ষাকালে মেঘের গানে
কৃষক বীজ বুনে খুশি মনে।
বর্ষার ঘন বাদল শেষে
শরৎ আসে নতুন বেশে,
নদীর ধারে কাশফুল
আরো আছে শিউলি, বকুল।
ঋতুর রাণী হেমন্ত
আনে নবান্নের আনন্দ,
কুয়াশাভরা শীতকালে
পিঠাপুলি হয় নতুন চালে।
সবার শেষে আসে
বসন্তকাল ঋতুরাজ,
কুহু কুহু ডাকে কোকিল
প্রকৃতিতে নতুন সাজ।

পূর্ববর্তী নিবন্ধইঁদুর-বিড়াল
পরবর্তী নিবন্ধভূত