পাঁচলাইশ থানাধীন ষোলশহরস্থ নাজিরপাড়া মডেল সমাজ কমিটির নির্বাচন গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়। জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রশাসনিক ভবনের নিচতলায় অনুষ্ঠিত নির্বাচনে সাবেক কাউন্সিলর মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার, আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন উপ–প্রধান নির্বাচন কমিশনার, ট্রাস্টের ক্যাবিনেট মেম্বার মোহাম্মদ নূরুল আমিন সহকারী নির্বাচন কমিশনার ও মো. বাবুল আলম, মো. জয়নুল আবেদীন, মো. জসিম উদ্দিন, মো. সালাহ্উদ্দিন ও শওকত আলী মানিক নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে নির্বাচন পরিচালনায় মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার প্রিজাইডিং অফিসার ও মুহাম্মদ মুঈনুল ইসলাম, মাওলানা হাফিয মুহাম্মদ নূরুচ্ছাফা, মাওলানা হাফিয মাসুম মুহাম্মদ ইমরান, মাওলানা সৈয়দ নূর, মাওলানা মুহাম্মদ আবদুল কাদের, মুহাম্মদ আবদুল্লাহ্ আল্ কাইয়ুম, মুহাম্মদ তানজিম উদ্দীন, মুহাম্মদ ইউনুস মিয়া পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। নির্বাচনে সভাপতি পদে কবুতর প্রতীকে মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী, দোয়াত কলম প্রতীকে অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতীকে মিনহাজ মো. শাকিল, ফুটবল প্রতীকে মো. লিয়াকত আলী খান, অর্থ সম্পাদক পদে আনারস প্রতীকে মোহাম্মদ তাহের শাহ্, উড়োজাহাজ প্রতীকে মো. ইকবাল উদ্দিন আহমেদ, সর্দার পদে বই প্রতীকে মাহবুবুল আলম, আম প্রতীকে মোহাম্মদ জানে আলম, গোলাপ ফুল প্রতীকে মো. সিরাজুল আলম মুনশী, সাইকেল প্রতীকে মো. আবদুল মজিদ ও চেয়ার প্রতীকে মো. শামসুল আলম প্রতিদ্বন্দ্বি ছিলেন। ৮২০ ভোটারের মধ্যে ৪০০ ভোট পেয়ে মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী সভাপতি, ৫৪১ ভোট পেয়ে মিনহাজ মোহাম্মদ শাকিল সাধারণ সম্পাদক, ৪৪১ ভোট পেয়ে মোহাম্মদ তাহের শাহ্ অর্থ সম্পাদক, ৪০৭ পেয়ে মোহাম্মদ জানে আলম ও ৩২৬ পেয়ে মোহাম্মদ শামসুল আলম সর্দার নির্বাচিত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।