ষাঁড়ের দাম কোটি টাকা!

| শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

নাম তার কৃষ্ণ। বয়স সাড়ে তিন বছর। বেঙ্গালুরুর কৃষিমেলায় এ ষাঁড়টিই ছিল যাকে বলে স্টার অ্যাট্রাকশন। যেখানে এ মেলায় বা অন্যত্র ষাঁড় বিক্রি হয় এক থেকে দুই লাখ টাকার বিনিময়ে। সেখানে এ ষাঁড়টির দাম ধরা হয়েছে এক কোটি টাকা। অর্থাৎ সাধারণ বাজার দরের ৫০ থেকে ১০০ গুণ বেশি দাম। খবর বাংলানিউজের।
হাল্লিকার প্রজাতির এ ষাঁড়টির বীর্য বিক্রি হয় এক হাজার টাকা দরে। আর সেই কারণেই কৃষিমেলায় কৃষ্ণের দাম উঠেছে এক কোটি টাকা। ষাঁড়টির মালিক সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানিয়েছেন।
কিন্তু কেন? কী বিশেষত্ব কৃষ্ণের? কোন কারণে তার বাজারদর এত চড়া? আসলে ষাঁড়দের বাজারদরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হল তাদের প্রজনন ক্ষমতা ও শুক্রাণুর গুণমান। সেদিক থেকে দেখলে এ ষাঁড়টি যে প্রজাতির তার প্রজননের ক্ষমতা খুবই বেশি। আর সেই কারণেই তাদের বাজারদর এত চড়া।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের জন্য রাশিয়ার এমআই হেলিকপ্টার কিনতে চুক্তি
পরবর্তী নিবন্ধবাংলাদেশ বঙ্গবন্ধু ইন্দিরা ইতিহাসের অবিচ্ছেদ্য অঙ্গ