শেখ কামাল যুব গেমসে বেড়েই চলেছে চট্টগ্রাম বিভাগের স্বর্ণ পদকের সংখ্যা। গেমসের ষষ্ঠ দিনে গতকাল আরো দশটি স্বর্ণ পদক জিতেছে চট্টগ্রাম। ফলে ষষ্ঠ দিন শেষে চট্টগ্রামের স্বর্ণ পদকের সংখ্যা দাঁড়াল ৪৫টিতে। ষষ্ঠ দিন শেষেও পদক তালিকার শীর্ষে চট্টগ্রাম বিভাগ। গেমসের চট্টগ্রাম বিভাগী সমন্বয়কারী
কল্লোল দাশ জানান গতকাল সর্বোচ্চ ৪টি স্বর্ণ পদক এসেছে জিমন্যাসটিক্স থেকে। এছাড়া সাঁতারে ২টি, টেবিল টেনিসে ১টি, আর্চারীতে ১টি এবং উশু থেকে ২টি স্বর্ণপদক লাভ করে চট্টগ্রাম বিভাগ। তরুণীদের জিমন্যাসটিক্স এর ফ্লোর ইভেন্টে চট্টগ্রাম বিভাগের বনফুলি চাকমা স্বর্ণপদক জয় করে। তরুণদের প্যারালাল বার ইভেন্টে চট্টগ্রাম বিভাগের নিঝুম খীসা রৌপ্য ও তনুরায় ত্রিপুর ব্রোঞ্জ পদক লাভ করে। তরুণীদের ব্যালেন্স বীম ইভেন্টে চট্টগ্রাম বিভাগের
বনফুলি চাকমা রৌপ্য পদক লাভ করে। তরুণদের ব্যক্তিগত অবস্থান ইভেন্টে চট্টগ্রামের তনুরায় ত্রিপুরা স্বর্ণপদক এবং নিঝুম খীসা ব্রোঞ্জ পদক লাভ করে। তরুণীদের ব্যক্তিগত অবস্থান ইভেন্টে চট্টগ্রামের বনফুলি চাকমা স্বর্ণপদক লাভ করে। এছাড়া তরুণদের দলগত অবস্থান ইভেন্টে চট্টগ্রাম বিভাগ স্বর্ণপদক এবং
তরুণী বিভাগে রৌপ্য পদক লাভ করে। সাঁতারে তরুণদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক থেকে চট্টগ্রামের মাহমুদুল হাসান স্বর্ণপদক লাভ করে। ৫০ মিটার বেস্ট স্ট্রোকে চট্টগ্রামের মাহমুদুল হাসান স্বর্ণপদক লাভ করে। ৫০মিটার বাটার ফ্লাই ইভেন্টে চট্টগ্রাম বিভাগের আবু ইউসুফ রৌপ্য পদক লাভ করে। তরুণীদের ১০০
মিটার ব্যাক স্ট্রোক ইভেন্টে চট্টগ্রাম বিভাগের ইশরাত জাহান বর্ষা ব্রোঞ্জ পদক লাভ করে। তরুণীদের টেবিল টেনিস একক ইভেন্টে চট্টগ্রামের খৌ খৈ সাই মারমা স্বর্ণ পদক এবং রেশমি রৌপ্য পদক লাভ করে। তরুণদের টেবিল টেনিস এককে চট্টগ্রাম বিভাগের আবুল হাসেম হাসিব রৌপ্য পদক এবং প্রমিত খীসা
ব্রোঞ্জ পদক লাভ করে। আর্চারীর মিশ্র দ্বৈত ইভেন্টের ফাইনালে জিতে চট্টগ্রাম বিভাগ স্বর্ণপ দক লাভ করে। চট্টগ্রাম বিভাগের পক্ষে অংশগ্রহণ করে উমা চিং মারমা এবং আব্দুল্লাহ আল মুহাম্মদ রাফি। তরুণদের বাস্কেটবল ইভেন্টে খুলনা বিভাগের কাছে ৪০–৩৯ পয়েন্টে পরাজিত হয়ে চট্টগ্রাম বিভাগ রৌপ্য পদক জয়
করে। তরুণদের হ্যান্ডবল থেকে ব্রোঞ্জ পদক পেয়েছে চট্টগ্রাম। সকালে অনুষ্ঠিত সেমিফাইনালে ঢাকা বিভাগের কাছে ৩১–২৬ গোলে পরাজিত হয় চট্টগ্রাম । বিকালে অনুষ্ঠিত ব্রোঞ্জ পদকের লড়াইয়ে রংপুরকে ২০–১০ গোলে পরাজিত করে। তরুনদের রাগবিতে রংপুর বিভাগকে ১২–০০ পয়েন্টে পরাজিত করে ব্রোঞ্জ
পদক লাভ করে চট্টগ্রাম। তরুণীদের রাগবিতে রৌপ্য পদক পেয়েছে চট্টগ্রাম। ফাইনাল নির্ধারিত সময় ১০–১০ পয়েন্টে ড্র থাকার পর গোল্ডেন টাইমে চট্টগ্রাম বিভাগকে ১২–১০ পয়েন্টে পরাজিত করে ঢাকা বিভাগ। তরুণীদের ফুটবল থেকেও ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে চট্টগ্রামকে। এই ইভেন্টে ঢাকাকে
৫–২ গোলে হারায় চট্টগ্রাম। কুস্তি থেকে একটি রৌপ্য পদক জিতেছে চট্টগ্রাম। ৫৭ কে.জি ওজন শ্রেণীতে চট্টগ্রাম বিভাগের নমীতা চাকমা হেরে গেছে খুলনা বিভাগের প্রতিদ্বন্দ্বীর কাছে। এ্যাথলেটিক্স থেকে একটি ব্রোঞ্জ পদক পেয়েছে চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগের পক্ষে হাই জাম্পে সুমাইয়া আক্তার ব্রোঞ্জ পদক লাভ করে।