বিপিএল নিলামের বাকি আর মোটে চার দিন। এই সময়ে এলো বড় এক পরিবর্তনের ঘোষণা। পাঁচ দল নয়, এবারের আসর ছয়টি দল নিয়ে হবে বলে জানাল বিপিএল গভর্নিং কাউন্সিল। ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিপিএলে দেখা যাবে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। পাঁচ দল নিয়ে আগামী রোববার হওয়ার কথা ছিল বিপিএলের নিলাম। শেষ মুহূর্তে সেই কাঠামো বদলে যোগ দিচ্ছে নোয়াখালী। দেশ ট্রাভেলসের মালিকানায় প্রথমবারের মতো দল নিয়ে বিপিএলে আসছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলামের তারিখ অপরিবর্তিত থাকছে। ক্রিকেটারদের প্রস্তুতি ও আগামী বিশ্বকাপের আগে বেশি ম্যাচের মধ্যে রাখা, দল বাড়ানোর ক্ষেত্রে বিবেচনায় রাখা হয়েছে এসব। পাশপাশি বিবেচনায় নেওয়া হয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের অনুরোধও। বিসিবির সহ–সভাপতি ও গভর্নিং কাউন্সিল সদস্য শাখাওয়াত হোসেন এই কারণগুলোই তুলে ধরলেন দল বাড়ানোর পেছনে। ‘কোয়াব ও ক্রিকেটারদের সম্মিলিত অনুরোধে নতুন দল যুক্ত করা হয়েছে। নাম নোয়াখালী এক্সপ্রেস। আগের পাঁচ দলের মতো এই নামটিও গভর্নিং কাউন্সিল ঠিক করেছে। বুধবার বিকেল চারটায় সংবাদ সম্মেলনে বিপিএলের সর্বশেষ তথ্য জানানো হবে।’












