ষষ্ঠবারের মতো বাগদান সারলেন ৯২ বছর বয়সী রুপার্ট মারডক

| শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৮:৩৩ পূর্বাহ্ণ

মিডিয়া মোগল ও ধনকুবের রুপার্ট মারডক ষষ্ঠবারের বাগদান সেরেছেন। তার দল এমনটি জানিয়েছে। খবর বিবিসির। ৯২ বছর বয়সী রুপার্ট মারডক ৬৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত রুশ আণবিক জীববিজ্ঞানী এলেনা জুকোভার সঙ্গে প্রেম করছেন, এমনটি কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল। চলতি বছর ক্যালিফোর্নিয়ায় নিজের মোরাগা ভিনইয়ার্ডে মারডকের বিয়ে হওয়ার কথা। এটি হবে তার পঞ্চম বিয়ে। গেল বছর ফক্স চেয়ারম্যানের পদ থেকে সরে যান এই ধনকুবের। খবর বাংলানিউজের।

নিউইয়র্ক টাইমস বলছে, আগামী জুনে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। আমন্ত্রণপত্র ইতোমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। গেল বছরের এপ্রিলে অ্যান লেসলে স্মিথের সঙ্গে বাগদান ছিন্ন হয়ে যাওয়ার পরই অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মারডক জুকোভার সঙ্গে প্রেমে জড়ান। সাবেক স্ত্রী চীনা বংশোদ্ভূত ওয়েন্ডি ডেংয়ের আয়োজন করা এক অনুষ্ঠানে জুকোভার সঙ্গে পরিচয় হয় রুপার্ট মারডকের।

তার অন্য স্ত্রীরা হলেন, অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আন্না মান এবং মার্কিন মডেল ও অভিনেত্রী জেরি হল।

রাশিয়ান বিলিয়নিয়ার আলেকজান্ডার জুকভের সঙ্গে বিয়ে হয়েছিল এলেনা জুকভার। তাদের কন্যা দাশা একজন সমাজকর্মী ও ব্যবসায়ী নারী। তার বিয়ে হয়েছিল রুশ অলিগার্ক রোমান আব্রামোভিচের সঙ্গে।

পূর্ববর্তী নিবন্ধভুটানকে উড়িয়ে আত্মবিশ্বাস বাড়ালো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধনারী দিবসে যে ‘উপহার’ ঘোষণা দিলেন মোদি