২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) প্রিমিয়াম প্যাভিলিয়ন ক্যাটাগরিতে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিঃ এর মার্কস প্যাভিলিয়ন শ্রেষ্ঠ প্যাভিলিয়ন এবং জেনারেল প্যাভিলিয়ন ক্যাটাগরিতে আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টসের আমা কফি প্যাভিলিয়ন দ্বিতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়। মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের হাত থেকে আবুল খায়ের গ্রুপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার (অব.) জেনারেল শহীদুল্লাহ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।