চট্টগ্রামের স্বনামধন্য কলেজ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। প্রায় ৭ হাজার শিক্ষার্থীর এই কলেজ চট্টগ্রামের সরকারি কলেজগুলোর মতো আয়তন বেশি থাকলেও এখানে নেই স্নাতকের পর্যাপ্ত শ্রেণিকক্ষ। ফলে দেখা যায়, স্নাতক পর্যায়ের প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা একটি কিংবা দুটির বেশি রুম পায় না শ্রেণিকক্ষের সংকটে। অনেক সময় দেখা যায়, নন–মেজর ক্লাস নেওয়া হয় ৩–৪ টি বিভাগের একসাথে। ফলে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে বা পড়ায় মনোযোগ দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। পর্যাপ্ত শিক্ষক থাকা সত্ত্বেও শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীরা পায় না যথাযথ ক্লাস।
তাই, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এর সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অতিদ্রুত এই সমস্যার সমাধান করে শিক্ষার্থীদের পড়াশোনার গতি ত্বরান্বিত করার অনুরোধ করছি।
ফাহমিদা জামান
শিক্ষার্থী,
অনার্স দ্বিতীয় বর্ষ
সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম।












