শ্রেণিকক্ষে ছাদের পলেস্তারাখসে দুই শিক্ষার্থী আহত

চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৮:৫০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী আহত হয়েছে। গত বুধবার বেলা ১২টার দিকে উপজেলায় মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হল, মির্জাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার শংকর নাথের কন্যা অদিতি দেবী () ও একই এলাকার রিটন নাথের ছেলে অজয় দেব নাথ ()। জানা যায়, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির পাঠদান চলাকালে শ্রেণিকক্ষের ছাদের কিছু অংশের পলেস্তারা হঠাৎ খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়। পরে উপস্থিত শিক্ষকশিক্ষিকারা তাদের উদ্ধার করে বিদ্যালয়ের পাশের একটি ফার্মেসিতে নিয়ে গিয়ে চিকিৎসা সেবা দেন। স্থানীয় এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, বিদ্যালয়টি জরাজীর্ণ হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে চায় না। অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উনারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দীর্ঘদিন ধরে আমার উচ্চপদস্থদের প্রায় সবাইকে স্কুল ভবনের কথা বলেছি। কিন্ত কেউ যদি কর্ণপাত না করে তাহলে আমার কী করার আছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানানোর পর পর আমাদের জেলা সহকারী শিক্ষা কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলার এ বিদ্যালয়টিসহ বেশ কয়েকটি বিদ্যালয়ের ভবনের জন্য আবেদন করা আছে। বরাদ্দ পেলেই ভবন নির্মাণ কাজ শুরু করা হবে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মু. আবদুল্লাহ আল মুমিন বুধবার রাতে বলেন, বিষয়টি খুব দুঃখজনক। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদের মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধ
পরবর্তী নিবন্ধশঙ্খ নদীতে গোসলে নেমে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার