কৈশোরে পাঠ্যাভ্যাস গড়ে তোলার সামাজিক আন্দোলন ‘কৈশোর তারুণ্যে বই ট্রাস্ট’ নবম বর্ষপূর্তি উদযাপন করছে। এ উপলক্ষে চট্টগ্রামের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে তারা আয়োজন করছে শ্রেণিকক্ষের পাশে বইমেলা। যেখানে অংশ নিচ্ছে দেশের খ্যাতিমান প্রকাশনীগুলো। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় নগরের ঐতিহ্যবাহী মুসলিম হাইস্কুলে পর্দা উঠে এই মেলার। যা চলবে ১৭ জুলাই পর্যন্ত।
শ্রেণিকক্ষের পাশে এমন মেলা সাড়া ফেলেছে খুদে শিক্ষার্থীদের মাঝে। ব্যতিক্রমী এমন উদ্যোগে তৈরি হয় উৎসবের আমেজ। বইয়ের পাতায় তারা খুঁজে পায় আনন্দ, খুঁজে পায় কল্পনার জগৎ। বই দেখে, পড়ে আর পছন্দের বইটি নিজের করে নিতে শিশুসুলভ আনন্দে মেতে ওঠে তারা।
আয়োজকরা জানান, দ্বিতীয় পর্বে ২০ থেকে ২২ জুলাই মেলা অনুষ্ঠিত হবে নগরের ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে। এই দুই পর্ব শেষে পর্যায়ক্রমে মেলা হবে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে। বইমেলায় অংশ নিচ্ছে অনন্যা, অনুপম, অ্যাডর্ণ, ইকরিমিকরি, কাকলী, জাগৃতি ও সময় প্রকাশনী।
কৈশোর তারুণ্যে বই ট্রাস্ট ২০১৬ সাল থেকে দেশের বিভিন্ন বিদ্যালয়ে ১০৮টি বইমেলার আয়োজন করেছে। পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে বই বিষয়ক সেমিনার, পাঠক–লেখক সংলাপ এবং পাঠ নিয়ে সচেতনতামূলক আয়োজন। এসব কর্মকাণ্ডে দেশের নানা প্রান্তের হাজারো শিক্ষার্থী যুক্ত হয়েছে বইয়ের সঙ্গে, তৈরি হয়েছে নতুন পাঠক সমাজ।