শ্রুতিঅঙ্গন স্টুডেন্ট ফোরামের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রশিক্ষক লিটন দাশের একক শাস্ত্রীয় ও উপশাস্ত্রীয় সংগীত সন্ধ্যা গত ২৪ মে অনুষ্ঠিত হয়।
প্রিয়ম কৃষ্ণ দে ও প্রণিতা দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক শিল্পী দোলন কানুনগো বলেন, শাস্ত্রীয় সংগীত মানুষকে অনাবিল আনন্দ দেওয়ার পাশাপাশি মানুষের মননকে সমৃদ্ধ করে। প্রধান অতিথি ছিলেন চবি প্রফেসর ড.আনোয়ার সাঈদ। তিনি বলেন, শাস্ত্রীয়সংগীত জগতের পরিচিত নাম লিটন দাশ। ইতোমধ্যে তার শিল্পী ও শিক্ষকতা জীবনের উন্নয়ন দেশের শাস্ত্রীয় ও উপশাস্ত্রীয় সংগীতের জগতকে সমৃদ্ধ করেছে। প্রফেসর বেনু কুমার দে বলেন, লিটন দীর্ঘসময় ধরে শাস্ত্রীয়ও উপশাস্ত্রীয় সংগীতের চর্চা, প্রচার প্রসারে একাগ্রভাবে নিবেদিত রয়েছেন। বিশেষ অতিথি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক বলেন, তিনি এপার–ওপার বাংলায় বিভিন্ন মঞ্চও টিভি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দেশের জাতীয় পতাকার সম্মান কুঁড়িয়ে এনেছেন। ২য় পর্বে মঙ্গলপ্রদীপ প্রজ্জলন ও কেক কাটা হয়। প্রেস বিজ্ঞপ্তি।