শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

সবশেষ টিটোয়েন্টি সিরিজের দল থেকে তিনটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য দলে ফিরিয়েছে তিন অলরাউন্ডার দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে ও চামিকা কারুনারাত্নেকে। ১৭ সদস্যের দলে নতুন মুখ পেসার ইশান মালিঙ্গা। গত জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২১ ব্যবধানে হেরে যাওয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপাকসা, চামিন্দু উইক্রামাসিংহে ও আসিথা ফার্নান্দো। প্রায় এক বছর পর টিটোয়েন্টিতে ফিরলেন সাবেক অধিনায়ক শানাকা। সবশেষ তিনি দেশের হয়ে এই সংস্করণে খেলেছিলেন গত বছর জুলাইয়ে, ভারতের বিপক্ষে। আরেক পেস বোলিং অলরাউন্ডার কারুনারাত্নে সবশেষ দেশের হয়ে টিটোয়েন্টি খেলেছিলেন ২০২৩ সালের এপ্রিলে। এক সিরিজ পর দলে ফিরলেন ওয়েলালাগে। ২২ বছর বয়সী স্পিন বোলিং অলরাউন্ডারের টিটোয়েন্টি অভিষেক হয় গত বছর। এখন পর্যন্ত কেবল চারটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। প্রথমবারের মতো টিটোয়েন্টি দল ডাক পেয়েছেন পেসার ইশান। চলতি বছরের শুরুতে ওয়ানডেতে অভিষেক হয়েছে এই পেসারের। আইপিএল ও এসএটিটোয়েন্টিতে ভালো পারফরম্যান্সে এবার বিশ ওভারের ক্রিকেটেও দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তার সামনে।

পূর্ববর্তী নিবন্ধনারী দলের জন্য ক্রীড়া উপদেষ্টার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
পরবর্তী নিবন্ধক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল আজ