টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ক্রিকেট গতকাল শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করে। বিশ্বকাপের স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে আছেন চান্দিমাল, বান্দারা, নুয়ানিন্দু, জয়াবিক্রমা ও বিনুরা। অস্ট্রেলিয়া আসরে প্রাথমিক পর্বে খেলতে হবে শ্রীলঙ্কাকে।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঃ দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসে, চামিকা করুনারত্নে, দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশমন্থ চামিরা, পাথুম নিসানকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কুসল মেন্ডিস, মাহিশ থিকসানা, দিলশান মাদুশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, জেফ্রি ভ্যান্ডারসে, প্রমোদ মাদুশান।











