শ্রীলঙ্কার প্রেসিডেন্টের শপথে বিদ্যুৎ বিভ্রাট, লাইভ সমপ্রচার বিঘ্ন

| শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৭:০৪ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কার ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনে দেশটির প্রধান বিচারপতি জয়ন্থা জয়াসুরিয়ার কাছে তিনি শপথ নেন। শপথ গ্রহণের লাইভ সমপ্রচারে দেখা যায়, রনিল ও তার স্ত্রী কড়া নিরাপত্তার মধ্যে পার্লামেন্ট ভবনে প্রবেশ করছেন।

এর পরপরই লাইভ সমপ্রচার বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে লাইভ সমপ্রচার বিঘ্ন হয়। এ নিয়ে তদন্ত করছে শ্রীলঙ্কার অপরাধ তদন্ত বিভাগ। গত বুধবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছেন ১৩৪ ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপ্পেরুমা পেয়েছেন ৮২ ভোট। খবর বাংলানিউজের।

এদিকে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে মানতে নারাজ বিক্ষোভকারীরা। তারা আবার রাজপথে নেমে এসেছেন এবং বলছেন, রনিল আমাদের প্রেসিডেন্ট নন। নবনির্বাচিত প্রেসিডেন্ট সরে না দাঁড়ানো পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসোনিয়াকে জিজ্ঞাসাবাদ, দিল্লীর বিক্ষোভে জলকামান
পরবর্তী নিবন্ধসুনক নয়, শেষ হাসি হাসতে চলেছেন লিজা