স্বাধীনতার পর সাত দশকের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দ্বীপ দেশটির দীর্ঘ দিনের সাংসদ দিনেশ গুনাবর্ধনে শপথ নিয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়। কলম্বোর প্রধান বিক্ষোভ স্থলে নিরাপত্তা বাহিনীর অভিযান ও ৯ জনকে আটকের কিছুক্ষণ পর তাকে শপথ পড়ানো হল। আগের দিন রনিল বিক্রমাসিংহে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। তিনিই দিনেশকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। খবর বিডিনিউজের।
গোটাবায়া ও মাহিন্দা রাজাপাকসের দল পদুজানা পেরামুনা পার্টির সদস্য, সাবেক মন্ত্রী দিনেশের শপথ অনুষ্ঠানে রনিল ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও আইনপ্রণেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগের সরকারগুলোর অর্থনৈতিক অব্যবস্থাপনা, কোভিড মহামারী ও ইউক্রেন যুদ্ধ শ্রীলঙ্কাকে গভীর সংকটে ফেলেছে। মূল্যস্ফীতি, বিদ্যুৎ বিভ্রাট এবং খাদ্য, ওষুধ ও জ্বালানি তেলের ঘাটতি দেশটির জনগণকে রাস্তায় নামতে বাধ্য করে। তাদের তুমুল আন্দোলনের কাছে পরাস্ত হয়ে গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যান ও পরে পদত্যাগপত্র পাঠান। গোটাবায়ার জায়গায় প্রথমে রনিলকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়, বুধবার পার্লামেন্টের ভোটে তিনি প্রেসিডেন্টের পূর্ণাঙ্গ দায়িত্ব পান। শ্রীলঙ্কার জনগণ তাদের অর্থনৈতিক সংকটের জন্য রাজাপাকসে পরিবারকেই মূলত দায়ী করে আসছে। রনিল এবং দিনেশ দুজনই রাজাপাকসেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।