শ্রীলঙ্কায় শতাধিক রোহিঙ্গা উদ্ধার

| শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, মিয়ানমার থেকে ভারত মহাসাগরে মাছ ধরার ট্রলারে ভেসে আসা ১০২ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করে নিরাপদে বন্দরে নিয়ে এসেছে। শুক্রবার এএফপি এই খবর জানায়। দেশটির নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের ত্রিনকোমালি বন্দরে নিয়ে আসা রোহিঙ্গাদলে ২৫টি শিশু রয়েছে। শরণার্থী দলের সবাইকে খাবার ও পানি সরবরাহ করা হয়েছে। খবর বাসসের।

তিনি জানান, ‘তাদের ট্রলার থেকে নামানোর আগে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।’ বেশিরভাগ মুসলিম জাতিগত রোহিঙ্গা মিয়ানমারে ব্যাপকভাবে নির্যাতিত, দীর্ঘ সমুদ্র যাত্রায় প্রতি বছর এদের হাজারহাজার মানুষ জীবনের ঝুঁকি নেয়।

অধিকাংশই দক্ষিণপূর্ব মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার দিকে যায়। নৌবাহিনীর মুখপাত্র শুক্রবার জানান, শরণার্থীদের গন্তব্য কোথায় ছিলো তা তাদের ভাষা বুঝতে পারছিনা বলে সমস্যা হচ্ছে। মনে হচ্ছে-‘সামপ্রতিক ঘূর্ণিঝড়ের ঝড়ো হাওয়া’ তাদেরকে এতো দূরে ঠেলে দিয়েছে।

২০১৭ সামরিক বাহিনীর অভিযানের সময় মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে লাখলাখ রোহিঙ্গা, যা এখন জাতিগত গণহত্যা মামলা হিসেবে আর্ন্তজাতিক আদালতের বিষয়। ২০২১ সালের মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানে ক্ষমতা দখল করে এবং তারপর যুদ্ধে নাকাল দেশটি থেকে লাখলাখ মানুষকে পালিয়ে যেতে বাধ্য করেছে।

গত মাসে, জাতিসংঘ মিয়ানমারের রাখাইন রাজ্যকে সতর্ক করেছিল। রোহিঙ্গাদের ঐতিহাসিক জন্মভূমি দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। যুদ্ধের নৃশংসতায় স্থবির হয়ে গেছে রাজ্যটির বাণিজ্য ও কৃষি উৎপাদন।

পূর্ববর্তী নিবন্ধভারতে পেট্রোল পাম্পে ২ ট্রাকের সংঘর্ষ, ৯ জন জীবন্ত দগ্ধ
পরবর্তী নিবন্ধকেনিয়ায় আদানির বিতর্কিত চুক্তি ফাঁস করে দেন যে শিক্ষার্থী