শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ ওয়ানডে ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৯:৩৪ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কার বিপক্ষে অনূর্ধ্ব১৭ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে শ্রীলঙ্কা অনূর্ধ্ব১৭ দলকে হারায়। এই জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজ ২১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। সিরিজ নির্ধারণী গতকালের ম্যাচে লঙ্কানদের দেওয়া ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। রান তাড়ায় দলীয় ১ রানেই সাজঘরে ফিরে যান বাংলাদেশের ওপেনার মোহাম্মদ নাইম। তিনি কোন রান করতে পারেননি। পরে দ্বিতীয় উইকেটে জারিফ সিয়াম ও কাউসার আহমেদ ৬৮ রানের জুটি গড়েন। কাউসার ৩০ রানে ফিরলেও অর্ধশতক তুলে নেন জারিফ। ৪৬ বল খেলে ৩ চারে ৩০ রান করেন কাউসার আহমেদ। এরপর ওপেনার জারিফ ৫১ বলে ৫১ রান করে আউট হন। তিনি ৩টি চার এবং ২টি ছক্কা হাঁকিয়েছিলেন। এদিকে অধিনায়ক রাকিবুলও দ্রুত ফিরে যান রানের খাতা খোলার আগেই। হিমারু দেশানের বলে বোল্ড হয়ে যান তিনি। তবে রাকিবুল বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন আদৃত ঘোষ। ৭৭ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ৯টি বাউন্ডারী হাঁকান বাংলাদেশের এই ব্যাটার। শেষদিকে আকাশ রায় (৩৩) ও জুনায়েদ হোসেন () অপরাজিত থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। আকাশ ৩টি চার মারেন। অতিরিক্ত থেকে জমা হয় ১০ রান। বাংলাদেশ ৩৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান তুলে নেয়। শ্রীলঙ্কা দলের জিমান মেন্ডিস ২৫ রান দিয়ে ২টি উইকেট পান। ১টি করে উইকেট নেন হিমারু দেশান,কেনুলা ফিলিইয়ানগা এবং মানিথা রাজাপাকসা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশি পেসার আতিকুর রহমান আকাশের তোপে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ২৯ রানে ৪টি উইকেটের পতন ঘটে তাদের। এরপর কিছুটা হাল ধরেন তিন নম্বরে খেলতে নামা দলের হিরুন মাথিশা। ৫৩ বল খেলে ৩৭ রান করেন তিনি। ২টি চার হাঁকান। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সানুল ওয়েরারাত্নে। ৯১ বল খেলে ৬টি চার এবং ২টি ছক্কা মারেন এই ব্যাটার। অন্যদের মধ্যে হিমারু দেশান ৩৬ বলে ১৯ এবং শেষ দিকে মিনুগা নেথসারা ৩০ বলে ২২ রান করেন। মিনুগা ১টি চার এবং ১টি ছক্কা মারেন। ৪৫.১ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। মাত্র ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন আতিকুর রহমান আকাশ। ১টি করে উইকেট নেন নুবায়েত আলম,জারিফ সিয়াম,আকাশ রয় এবং রাকিবুল হাসান। বাংলাদেশ দলের আতিকুর রহমান আকাশ ম্যান অব দ্যা ম্যাচ ও আদৃত ঘোষ ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।

খেলা শেষে বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী, বাংলাদেশ অনূর্ধ্ব১৭ দলের ম্যানেজার ও সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরী ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব১৭ দলের ম্যানেজার সায়ান্তাহা সেনেভিরাত্নে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য গত ৯ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে এবং এরপূর্বে ৭ ডিসেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশ ৭৮ রানে জয়লাভ করে।

পূর্ববর্তী নিবন্ধআমি মুক্তিযুদ্ধ নিয়ে গর্ববোধ করি : তানজিম সাকিব
পরবর্তী নিবন্ধব্যাচেলর পয়েন্টে স্পর্শিয়ার চরিত্র উন্মোচন