পাহাড়সম রান করে অস্ট্রেলিয়া যখন প্রথম ইনিংস ঘোষণা করেছিল, ম্যাচ তখন থেকেই তাদের দিকেই হেলে পড়েছিল। পরে অজি বোলারদের তোপে দুইবার অলআউট হয়েও ইনিংস ব্যবধানে হারে শ্রীলঙ্কা।
হারের ব্যবধানের দিক থেকে যা তাদের সবচেয়ে লজ্জার রেকর্ড। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২৪২ রানে জিতেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার জন্য গতকালের হারটি লজ্জার রেকর্ড। কারণ টেস্টে ইনিংস ব্যবধানের দিক থেকে এটি তাদর সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে ২০১৭ সালে নাগপুরে তাদের ইনিংস ও ২৩৯ রানে হারিয়েছিল ভারত। সেটিকে আজ ছাড়িয়ে গেল অস্ট্রেলিয়া। গলে গতকাল ৫ উইকেটে ১৩৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। এরপর প্রথম সেশনেই বাকি ৫ উইকেট হারিয়ে ২৪৭ রান পর্যন্ত তুলেত পারে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন জেফ্রি ভ্যান্ডারসে এবং দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এর আগে ৬ উইকেটে ৬৫৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান উসমান খাজা (২৩২)। এছাড়া সেঞ্চুরির স্বাদ পান ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ (১৪১) ও জশ ইংলিস (১০২)। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রান করে ফলোঅনে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয়বার ব্যাট করতে নেমেও তাদের পরিণতি ভালো হয়নি।