পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ না খেলেই দেশে ফিরে এসেছিলেন সাকিব আল হাসান। এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের এ অলরাউন্ডার। ঈদুল ফিতরের পর শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে কি সাকিব থাকবেন? এই প্রশ্নের উত্তর এখনো জানা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, দু-একদিনের মধ্যে সাকিব নিজেই জানাবেন সিদ্ধান্তটি। পারিবারিক সমস্যায় পড়া সাকিব সম্পর্কে রোববার মিরপুরে বিসিবি কার্যালয়ে জালাল ইউনুস বলেন, ‘আমি দু’এক দিনের মধ্যে সাকিব থেকেই জানতে পারব। তারসঙ্গে আলাপ আলোচনা হচ্ছে যেহেতু কিছুদিন আগে তার শাশুড়ি মারা গেছেন, সে অনেক ব্যক্তিগত সমস্যায় ছিল। সেজন্য তাকে আমরা কিছু বলিনি। তার পারিবারিক সমস্যা সমাধান হলে তাকে আমরা পেতে পারি।’