শ্রীলংকা সফরে প্রথম জয় অনূর্ধ্ব-১৯ নারী দলের

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে শ্রীলংকায় চারটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ অণূর্ধ্ব১৯ নারী ক্রিকেট দল। কিন্তু শুরুটা ভাল হয়নি টাইগার তরুণীদের। প্রথম দুই ম্যাচে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশের নারীরা। তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল অনূর্ধ্ব১৯ দল। কলম্বোয় গতকাল বুধবার অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টিটোয়েন্টিতে বাংলাদেশের জয় ৪ উইকেটে। স্বাগতিকদের করা ১০৯ রান ২ বল বাকি থাকতে টপকে যায় সফরকারী দল। চার ম্যাচ সিরিজে এটি বাংলাদেশের প্রথম জয়। প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে আছে লংকানরা। একই মাঠে আজ বৃহস্পতিবার শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। পরে টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী শনিবার শ্রীলংকা থেকেই মালয়েশিয়া যাবে বাংলাদেশ।

সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখান ফাহমিদা ছোঁয়া। বোলিংয়ে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে তিনি খেলেন ম্যাচের সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস। এছাড়া সাদিয়া ইসলাম ও আফিয়ার কার্যকর দুটি ইনিংসে জয় পায় বাংলাদেশ। রান তাড়ায় শুরুটা অবশ্য একদমই ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই বলে ড্রেসিং রুমের পথ ধরেন মোসাম্মত ঈভা ও সুমাইয়া আক্তার সুবর্ণা। শুরুর চাপ সামাল দিয়ে তৃতীয় উইকেটে ৫২ বলে ৪৩ রানের জুটি গড়েন সাদিয়া ও ফাহমিদা। নবম ওভারে ফেরেন ২৮ বলে ২৪ রান করা সাদিয়া। এরপর অধিনায়ক সুমাইয়া আক্তারের সঙ্গে ৩১ বলে ৩৩ রান যোগ করেন ফাহমিদা। পরে রান আউট হয়ে ফেরেন ফাহমিদা। ৪২ বলের ইনিংসে ৪টি চার মারেন তিনি। সুমাইয়ার ব্যাট থেকে আসে ১৩ রান। শেষ দিকে ৩ চারে ১৮ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন আফিয়া।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় শ্রীলংকা। তেমন কোনো জুটি গড়তে পারেনি তারা। সপ্তম উইকেটে হিরুনি হানসিকা ও শাশিনি গিমহানির ২১ বলে ৩৬ রানের জুটিতে মূলত একশ পার করে তারা। হানসিকা ১৯ বলে ২৪ ও গিমহানি ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেন। এছাড়া সেনেথমা ২৪, নানায়াক্কারা ১৬, রাশমিকা ১১ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আনিসা আক্তার সুবহা। এছাড়া নিশিতা আক্তার, ফাহমিদা, হাবিবা প্রত্যেকে নেন একটি করে উইকেট।

পূর্ববর্তী নিবন্ধচট্টলা রানার্সের ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা কাল
পরবর্তী নিবন্ধএকদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে