বাংলাদেশ দলের ক্রিকেটাররা গতকাল শ্রীলংকা থেকে দেশে ফিরেছে। দেশে ফিরে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে কিনা সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ চেয়েছিল বিসিবি। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতায় শেষ পর্যন্ত যেতে হলো না বাংলাদেশ দলকে। শ্রীলংকা থেকে ফেরা দলের সবাই তিন দিনের হোম কোয়ারেন্টাইনে থেকেই মুক্তি পাবেন। শ্রীলংকায় টেস্ট সিরিজ শেষে চার্টার্ড ফ্লাইটে গতকাল মঙ্গলবার বিকেল চারটা নাগাদ ঢাকায় পা রাখে বাংলাদেশ দলের ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফরা। করোনার কারণে যেহেতু শ্রীলংকা থেকে বাংলাদেশে নিয়মিত ফ্লাইট নেই সেহেতু চাটার্ড ফ্লাইটে করে আনতে হয়েছে ক্রিকেটারদের। কলম্বো থেকে ফ্লাইট যখন রওনা হয়, তখনও বিসিবি নিশ্চিত ছিল না ফেরার পর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে নাকি হোম কোয়ারেন্টাইনে।
সামপ্রতিক করোনা পরিস্থিতির অবনতির কারণে সরকার কঠোর অবস্থান নেওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত ক্রিকেটারদের বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছার আগেই সিদ্ধান্ত হয়েছে যে, ক্রিকেটারদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে না। তিন দিনের হোম কোয়ারেন্টাইনে থাকলেই হবে। শ্রীলংকায় জৈব-সুরক্ষা বলয়েই খেলেছে ক্রিকেটাররা। সেখানে সবশেষ কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়েছেন সবাই। যদি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হতো ক্রিকেটারদের সেই প্রস্তুতিও নিয়ে রেখেছিল বিসিবি। একটি হোটেল ঠিক করে রাখা হয়েছিল ক্রিকেটারদের জন্য। যেখানে তারা কোয়ারেন্টাইন সম্পন্ন করতে পারে। তবে শেষ পর্যন্ত সেটা আর লাগেনি। শ্রীলংকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০তে হেরে এসেছে বাংলাদেশ দল। তাদের সামনের সিরিজও লংকানদের বিপক্ষে দেশের মাটিতে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরুর সম্ভাব্য তারিখ ২৩ মে।