শ্রীলংকায় সিরিজ জয়ী দল নিয়েই পাকিস্তানের সামনে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কা সফরের সাফল্যের রেশ এখনও টাটকা। দেশে ফিরে দুই দিনের ব্যবধানে আবার মাঠে নামবে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজের জন্য দলে তাই কোনো পরিবর্তন করলেন না নির্বাচকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার পাকিস্তান সিরিজের দল ঘোষণা করে বিসিবি। শ্রীলঙ্কায় টিটোয়েন্টি সিরিজ জয়ী দলের সবাইকে নিয়েই এবার ঘরের মাঠে লড়বে বাংলাদেশ। লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দলে শ্রীলঙ্কা সফরের মতো এবারও কোনো সহঅধিনায়ক ঘোষণা করা হয়নি। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের দলে ডেপুটি হিসেবে ছিলেন শেখ মেহেদি হাসান। আরব আমিরাতে যাওয়ার আগে বিসিবি জানিয়েছিল, বিশ্বকাপের আগ পর্যন্ত মেহেদি ছাড়াও আরও কয়েকজনকে সহঅধিনায়ক হিসেবে বাজিয়ে দেখবেন তারা। অথবা মেহেদিকেও বর্ধিত মেয়াদে দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু সেই ভাবনা থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন। তিনি বলেন এই মুহূর্তে আমাদের দলে সহঅধিনায়কের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। তাই এখন লিটন দাসকে একাই দায়িত্ব দেওয়া হয়েছে। সামনে আবার প্রয়োজন পড়লে সহঅধিনায়ক ঘোষণা করা হবে। শেখ মেহেদিকে সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার সময়ই আমরা বলেছিলাম, সামনের সময়ের জন্য গ্রুম করতে চাই। সেই লক্ষ্যে অন্য কাউকেও দায়িত্ব দেওয়া হতে পারে। সেটা সামনের সিরিজে প্রয়োজনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। টানা বাজে পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েন নাজমুল হোসেন শান্ত। এই সংস্করণে তার ফেরার অপেক্ষা বাড়ছে আরও। এছাড়াও দল থেকে জায়গা হারিয়েছিলেন সৌম সরকার ও সৈয়দ খালেদ আহমেদ। গায়ানায় রংপুর রাইডার্সের হয়ে দুজনই এখন খেলছেন গ্লোবাল সুপার লিগে। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে মাত্র ৭৬ রান করেছেন সৌম্য। তবে দুর্দান্ত বোলিংয়ে তিন ম্যাচে খালেদের শিকার ১০ উইকেট। এর দুটিতেই তিনি ছিলেন ম্যাচ সেরা। তবু দলে ফেরা হচ্ছে না অভিজ্ঞ পেসারের। শ্রীলঙ্কা সফরে বেঞ্চে কাটানো বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রাখা হয়েছে দলে।

প্রায় তিন বছর পর একাদশে সুযোগ পেয়ে আবার বাদ পড়া মোহাম্মদ নাঈম শেখও জায়গা ধরে রেখেছেন। ইনজুরি সমস্যায় বিশ্রাম দিয়ে খেলানো অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকেও পাকিস্তানের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী রোববার শুরু হবে এই সিরিজটি। একই মাঠে পরের দুই ম্যাচ মঙ্গলবার ও বৃহস্পতিবার। সব খেলা শুরু সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ টিটোয়েন্টি দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল
পরবর্তী নিবন্ধদ. আফ্রিকাকে উড়িয়ে শুরু যুবাদের