শ্রীলংকায় ফলোঅন এড়াল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

তৃতীয় সেশনে মাঠে নামার সুযোগই হলো না। দ্বিতীয় সেশনে খেলা হয়েছে মাত্র ৪ ওভার। তাই বলাই যায় গল টেস্টের তৃতীয় দিনের প্রায় দুই সেশন ভেসে গেছে বৃষ্টিতে। তার আগেই অবশ্য ফলোঅন এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৯ উইকেটে ২২৪ রান। ফলোঅন এড়ালেও শ্রীলংকার প্রথম ইনিংসে করা ৩৮৬ রান থেকে পিছিয়ে আছে ১৬২ রানে। দিনের শেষ বলে, অর্থাৎ বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে আউট হয়ে গেছেন রাকিম কর্নওয়াল। এই ব্যাটারের বিদায়ের পর শুরু হওয়া বৃষ্টিতে শেষ হয়ে যায় তৃতীয় দিনের খেলা। প্রায় দুই সেশন ভেসে গেলেও গলে চতুর্থ দিন শুরু হবে মাত্র ১৫ মিনিট আগে। তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন কাইল মায়ার্স ও জেসন হোল্ডার।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধার জয়লাভ
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বার্ষিক ফুটবল টুর্নামেন্টে আইওএল চ্যাম্পিয়ন