নিদাহাস ট্রফির পর টি-টোয়েন্টিতে দু’দলের দেখা হয়নি আর। সাড়ে তিন বছর পর এবার হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপে আজ মুখোমুখি হবে শ্রীলংকা ও বাংলাদেশ। বাংলাদেশ সম্পর্কে জানলেও শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকাকে এবার ভাবাচ্ছে বাংলাদেশের বোলিং। বিশেষ করে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শানাকা বললেন, জমজমাট লড়াই হবে বলেই আশা তার। ‘আমরা কাল খুব ভালো ম্যাচ আশা করছি। কোয়ালিফায়ার থেকে তারা ভালোভাবেই উঠেছে। টি-টোয়েন্টিতে নিজেদের দিনে আমরা কী করতে পারি, সবাই জানে। আমার মনে হয়, জমজমাট লড়াই হতে যাচ্ছে।’ বিশ্বকাপের আগেই অবশ্য এক দফায় দেখা হয়ে গেছে দুই দলের। সেই ম্যাচও উত্তেজনা ছড়ায় দারুণ। শেষ পর্যন্ত সেখানে আভিশকা ফার্নান্দো ও চামিকা করুনারত্নের ব্যাটে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জেতে শ্রীলংকা। তবে সেই ম্যাচে বাংলাদেশ পায়নি সাকিব,মোস্তাফিজ ও মাহমুদউল্লাহকে। এবার তারা আছেন। তাই লংকান অধিনায়কের দুর্ভাবনাও বেশি। ‘পিচ নিয়ে বেশি ভাবছি না। আইপিএলে এই উইকেট ব্যবহার হওয়ায় একটু মন্থর আছে শারজাহতে। আমরা আমাদের শক্তির জায়গা দিয়ে খেলব। তারা ভালো দল। সাকিব, ফিজ, মাহমুদউল্লাহরা আছে। ‘বাংলাদেশের ভালো কজন বোলার আছে। বিশেষ করে সাকিব ও ফিজ আছে। তাদের অনেক ভালো স্পিনার আছে।’