মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। অনূর্ধ্ব-১৯ দলগত ইভেন্টে রুপা নিশ্চিত করেছে বাংলাদেশ দল। পাকিস্তান ও মালদ্বীপকে হারানোর পর নেপালকেও হারিয়েছে লাল-সবুজ দল। এই ইভেন্টে শেষ ম্যাচে নেপালকে হারিয়েছে ৩-২ সেটে। আজ মঙ্গলবার সোনার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলংকার। গতকাল সোমবার অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে প্রথমে বাংলাদেশ ৩-০ সেট ব্যবধানে পাকিস্তানকে হারায়। এরপরই স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে জিতে ৩-১ সেটে। প্রথম ম্যাচে বাংলাদেশের মুহুতাসিন আহমেদ হৃদয় ৩-২ সেটে হারান পাকিস্তানের শাহ খানকে। হৃদয় প্রথম সেট জিতলেও পরের দুই সেটে হেরে যান। তবে শেষ দুই সেটে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে খেলা শেষ করেন হৃদয়। দ্বিতীয় ম্যাচে রামহিম ৩-১ সেটে হারিয়েছেন পাকিস্তানের উমামকে। প্রথম ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও হয়েছে প্রতিদ্বন্দ্বিতা। নাফিস ইকবাল ৩-২ সেটে হারিয়েছেন পাকিস্তানের আহমদকে।
এদিকে অনূর্ধ্ব-১৫ ক্যাটাগরিতে বাংলাদেশের ছেলেরা ৩-০ ব্যবধানে হারিয়েছে শ্রীলংকাকে। স্বাগতিক মালদ্বীপ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও নেপাল।