শ্রীলংকার কাছে তিন দিনেই হারল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটাকে অন্তত চারদিনে নিয়ে যেতে পেরেছিল আয়ারল্যান্ড। কিন্তু সেটা পারলনা শ্রীলংকার বিপক্ষে। হেরেছে এক ইনিংস ও ২৮০ রানের বিশাল ব্যবধানে। চার সেঞ্চুরির ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ৫৯১ রানে ইনিংস ঘোষণা করেছিলো স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসেই ১৪৩ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও লঙ্কান বোলিং তোপের মুখে পড়ে আইরিশরা। এবার তারা অলআউট হয়ে গেছে ১৬৮ রানে। দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনেই শ্রীলঙ্কা ব্যাট করার জন্য উইকেট ছেড়ে দেয় আইরিশদের। দিনের বাকি অংশে ৪৫ ওভার ব্যাট করেছে আইরিশরা। এই ৪৫ ওভারেই ৭ উইকেট হারিয়েছিলো আয়ারল্যান্ড। ১১৭ রান করেছিলো তারা।

তৃতীয় দিন ব্যাট করতে নেমে সব মিলিয়ে ৫২.৩ ওভার খেলতে পেরেছে অ্যান্ডি বালবির্নির দল। অর্থ্যাৎ গতকাল সকালেই ৭.৩ ওভার ব্যাট করে আর মাত্র ২৬ রান সংগ্রহ করতে পেরেছিলো তারা। সর্বোচ্চ ৪৫ রান করেন লরকান টাকার। ৩৪ রান করেন হ্যারি টেক্টর এবং ৩৫ রান করেন জেমস ম্যাককুলাম। ১৪ রান করেন পিটার মুর। অন্যরা দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেননি। লঙ্কান স্পিনার প্রবাথ জয়সুরিয়ার বোলিং তোপেই ধ্বংস হয়ে যায় আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ১৩ ওভারে ১০ মেডেন দিয়ে ৫২ রান দিয়ে একাই নেন ৭ উইকেট। ২ উইকেট নেন বিশ্ব ফার্নান্দো এবং ১ উইকেট নেন রমেশ মেন্ডিস। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলিং তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৪২ রান করেন হ্যারি টেক্টর। ৩২ রান করেন জর্জ ডকরেল, ৩০ রান করেন কার্টিস ক্যাম্ফার এবং ২৩ রানে অপরাজিত থাকেন মার্ক অ্যাডেয়ার। শেষ পর্যন্ত ১৬৮ রানে অলআউট হয়ে যায় তারা। রমেশ মেন্ডিস নেন ৪ উইকেট। প্রবাথ জয়সুরিয়া নেন ৩ উইকেট এবং ২ উইকেট নেন বিশ্ব ফার্নান্দো।

পূর্ববর্তী নিবন্ধবরকলে একেএম নাজিম উদ্দিন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধডিপিএল সুপার লিগের প্রথম দিনই মুখোমুখি মোহামেডান-আবাহনী