শ্রীলংকায় আকবরের সেঞ্চুরি গুনাসেকারার ৯ উইকেট

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ১০:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে একাই লড়লেন আকবর আলি। দারুণ ব্যাটিংয়ে করলেন সেঞ্চুরি। আর অসাধারণ বোলিংয়ে চামিকা গুনাসেকারা নিলেন ৯ উইকেট। ডাম্বুলায় দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে সতীর্থদের ব্যর্থতার ভিড়ে আকবরের সেঞ্চুরির পরও বাংলাদেশ অলআউট হয়ে যায় ২৫১ রানে। জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে শ্রীলংকাা ইমার্জিং দলের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। তারা এখনও পিছিয়ে ১৭০ রানে। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে এদিনও পুরো ৯০ ওভার খেলা সম্ভব হয়নি। প্রথম দিন করা ৬ উইকেটে ১৫৩ রানের সঙ্গে বুধবার ৯৮ রান যোগ করে বাংলাদেশ। এর সিংহভাগই আসে আকবরের ব্যাট থেকে। ১২৯ রান করেন তিনি। সপ্তম উইকেটে হাসান মুরাদের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন আকবর। মুরাদকে আউট করে জুটি ভাঙেন চামিন্দু উইক্রামাসিংহে। পুরো ইনিংসে এই উইকেটই পান গুনাসেকারা ব্যতীত অন্য কেউ। দলকে আড়াইশ পার করানোর পর ক্যাচ আউট হন আকবর। ১৪ চার ও ২ ছক্কায় ২০২ বলে ১২৯ রান করেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান। গুনাসেকারা ৫৮ রানে ধরেন ৯ শিকার। পরে পঞ্চাশের আগেই শ্রীলংকার ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। পাল্টা আক্রমণে ৩৯ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসে চাপ সামাল দেন উইক্রামাসিংহে।

পূর্ববর্তী নিবন্ধজেদ্দায় স্ট্যান্ডার্ড ব্যাংকের রেমিটেন্স বিষয়ক মতবিনিময়
পরবর্তী নিবন্ধস্কুল হকি লিগে মিউনিসিপ্যাল স্কুলের জয়