শ্রীলংকান স্কোয়াডে যোগ দিচ্ছেন দুই বোলার

| মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৬:৫৭ পূর্বাহ্ণ

লাহিরু কুমারা আগেই ছিটকে গেছেন। শুধু কুমারা নন, আরেক ফাস্ট বোলার দিলশান মধুশানকাও ছিটকে গেছেন বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে। তাদের জায়গায় স্কোয়াডে যোগ দিতে যাচ্ছেন দুই বোলার চামিরা করুণারত্নে ও লাকশান সান্দাকান। ২৫ বছর বয়সী পেসার করুণারত্নে ও বাঁহাতি স্পিনার সান্দাকান এখন রয়েছেন কলম্বোয়। তাদের পিসিআই টেস্ট নেগেটিভ এসেছে। এখন অ্যান্টিজেন টেস্টের ফল পেলে আজ মঙ্গলবার ক্যান্ডিতে স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন দুজন।

পূর্ববর্তী নিবন্ধঅক্সিজেন কিনতে ভারত সরকারকে ৫০ হাজার ডলার দিলেন প্যাট কামিন্স
পরবর্তী নিবন্ধজটিলতা কাটিয়ে দেশে আসছেন জামাল ভূইয়া