শ্রীলংকাকে ৮ গোলে হারিয়ে বাংলাদেশ নবম

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৪ পূর্বাহ্ণ

ওমানের মাসকাটে অনূর্ধ্ব২১ জুনিয়র মহিলা এশিয়া কাপে নবম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের চারটি ম্যাচই হেরেছে বাংলাদেশ নারী দল। চার ম্যাচে ৪০ গোল হজমের বিপরীতে বাংলাদেশ করেছিল মাত্র দুটি। চার ম্যাচই হারায় বাংলাদেশকে নবমদশম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হয়। গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ ৮০ গোলে শ্রীলংকাাকে হারিয়েছে। ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ মাত্র একটি গোল পায়। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করলে ৩০ ব্যবধান নিয়ে মধ্যবিরতিতে ফেরে দু’দল। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে আরও ২ গোল করে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে সবচেয়ে বেশি সংখ্যক তিন গোল করায় বাংলাদেশ ৮০ গোলের জয় নিয়ে টার্ফ ছাড়ে। একাধিক গোলের পাশাশি সতীর্থদের গোলে সহায়তা করায় আইরিন রিয়া ম্যাচসেরা হয়েছেন। বাংলাদেশ নারী হকি দল প্রথমবার মহিলা জুনিয়র এশিয়া কাপ খেলল এবার। জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্স আপ হওয়ায় বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপ খেলার সুযোগ পায়। ওমানের জুনিয়র নারী এশিয়া কাপ থেকে চারটি দল জুনিয়র নারী বিশ্বকাপ খেলবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণকারী দলসমূহের মতবিনিময় সভা আজ
পরবর্তী নিবন্ধ‘দল হিসেবে খেলতে পারলে ক্যারিবিয়দের হারানো সম্ভব’