শ্রীলংকাকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১০:৪৬ পূর্বাহ্ণ

আইসিসি অনূর্ধ্ব১৯ টিটোয়েন্টি নারী বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে গতকাল সোমবার শ্রীলংকাকে ১০ রানে হারায় তারা। বাংলাদেশের ১৬৫ রান তাড়ায় লংকানরা যেতে পারে ১৫৫ পর্যন্ত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। দুই ম্যাচে দুই জয়ে বাংলাদেশ নিশ্চিত করে ফেলে সুপার সিক্স। প্রথমে ব্যাট করা বাংলাদেশকে এ দিন জয়ের মতো স্কোর এনে দেন প্রত্যাশা ও স্বর্ণা। আগের ম্যাচে দুটি করে চার ছক্কায় ২৪ করে আউট হয়েছিলেন প্রত্যাশা। এবার তিনি খেলেন ৪৩ বলে ৫৩ রানের ইনিংস। যেখানে ৫ চারের সঙ্গে ছক্কা ছিল ৩টি।

আর আগের ম্যাচে অপরাজিত ইনিংস খেলে দলকে জেতানো স্বর্ণা আরও একবার অপরাজিত থাকেন ২৮ বলে ৫০ রান করে। তার ইনিংসে চার তিনটি, ছক্কা দুটি। উইলোমুর পার্কে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ বড় স্কোরের ভিত পায় উদ্বোধনী জুটিতেই। প্রত্যাশা ও মিষ্টি সাহা দলকে এনে দেন ৭৫ রানের শুরুর জুটি। পাওয়ার প্লেতে বাংলাদেশ তোলে ৫২ রান। একাদশ ওভারে দুলাঙ্গা দিসানায়েকের বলে ছক্কায় প্রত্যাশা ফিফটি পা রাখেন ৪১ বলে। প্রত্যাশার ইনিংস থেমে যায় পরের ওভারে। সঙ্গীকে হারানোর পর ওই ওভারে রান আউটে বিদায় নেন মিষ্টিও। তবে জোড়া উইকেটের পরের ওভারেই ছক্কা মারেন স্বর্ণা।

এর পরের ওভারে ছক্কা আসে দিলারা আক্তারের ব্যাট থেকেও। এই দুজনের জুটিতেই ইনিংস শেষ করে বাংলাদেশ। ৩৯ রানে থেকে শেষ ওভার শুরু করেন স্বর্ণা। সেই ওভারে দুটি চার ও শেষ বলে দুই নিয়ে তিনি পূর্ণ করেন ফিফটি। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৮৬ রান আসে ৫১ বলে। আগের ম্যাচের প্লেয়ার অব দা ম্যাচ দিলারা এবার অপরাজিত থাকেন ৩ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৬ রান করে।

রান তাড়ায় শ্রীলংকা প্রথম ওভারেই হারায় উইকেটে। মারুফা আক্তারের বলে নেথমি সেনারাত্নার কাট শটে পয়েন্টে দারুণ রিফ্লেঙ ক্যাচ নেন রাবেয়া খান। তিনে নামা ভিস্মি গুনারাত্নে পাল্টা আক্রমণ করেন চারছক্কা মেরে। তবে বাংলাদেশ অধিনায়ক দিশা বিশ্বাসের বলে ক্রস খেলে বোল্ড হয়ে যান লঙ্কানদের আরেক ওপেনার সুমুদু নিসানসালা।

এরপর বড় জুটি গড়েন গুনারাত্নে ও দেউমি ভিহাঙ্গা। তবে রানের প্রত্যাশিত গতির সঙ্গে তাল মেলাতে পারেননি তারা। ৯৬ রানের এই জুটি থামে সপ্তদশ ওভারে। ৪৪ বলে ৫৫ রান করে ভিহাঙ্গা এলবিডব্লিউ হন মারুফার দুর্দান্ত এক ইয়র্কারে। রানবলের সমীকরণে তখন অনেক কঠিন অবস্থা লংকার। লংকান অধিনায়ক গুনারাত্নে অপরাজিত তখন ৫৪ বলে ৬০ রান করে। শেষ তিন বলে দিশার বলে তিনটি বাউন্ডারিতে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন দিসানায়েকে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ খেলবে কাল বুধবার। তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন বাংলাদেশে আফিয়া প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধমাশরাফিকে সালাম করতে আবারও মাঠে ঢুকল দর্শক
পরবর্তী নিবন্ধআরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন প্রধানমন্ত্রীর