দারুণ ছন্দে থাকা শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নামিবিয়ার দ্বিতীয় বিশ্বকাপ অভিযান। গত বছর সংযুক্ত আরব আমিরাতের আসর দিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দলটি। বৈশ্বিক আসরে অভিষেকেই তারা চমকে দেয় দারুণ সব পারফরম্যান্স উপহার দিয়ে। প্রাথমিক পর্বে নেদারল্যান্ডসের পর নামিবিয়া হারিয়ে দেয় আয়ারল্যান্ডকে। জায়গা করে নেয় সুপার টুয়েলভে। যেখানে স্কটল্যান্ডকে হারায় তারা। দুই নম্বর গ্রুপে চতুর্থ স্থানে থেকে শেষ করে টুর্নামেন্ট। তাতে অস্ট্রেলিয়া আসরে সরাসরি জায়গা করে নেয় দলটি। ম্যাচের আগে দিন সংবাদ সম্মেলনে আফ্রিকার দলটির ব্যাটসম্যান স্টিভেন বার্ড বলেন, প্রস্তুত হয়েই বৈশ্বিক আসরে এসেছেন তারা। ‘শ্রীলংকা ভালো দল। মাত্রই এশিয়া কাপ জিতে তারা এখানে খেলতে এসেছে এবং এখন ভালো ক্রিকেট খেলছে। এমন দলের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করা হবে কঠিন। জানি, তারা চড়াও হওয়ার মানসিকতা নিয়ে আসবে, তবে আমরাও প্রস্তুত আছি। আমরা অনেক অনুশীলন করেছি এবং গত ১২ মাসে আমাদের অনেক উন্নতি হয়েছে। আশা করি প্রস্তুতি আমাদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, যেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এবং তাদেরকে হারাতে পারি।’ গত আসরে দুই দলের দেখায় নামিবিয়াকে উড়িয়ে দিয়েছিল লংকানরা।