শ্রীলংকাকে উড়িয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

বল হাতে দারুণ এক হ্যাটট্রিক করেছিলেন মাহিশ থিকসানা। তাতে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি তার দল শ্রীলংকা। বরং হেরে গেছে বেশ বড় ব্যবধানে। আর তাতে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনের সেডন পার্কে গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১১৩ রানে জিতেছে কিউইরা। বৃষ্টি বাধায় ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৫৫ রান করে স্বাগতিকরা। জবাবে ১৪২ রান তুলতেই অলআউট হয়ে যায় লংকানরা। লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই খাবি খায় শ্রীলংকা। দলীয় ২২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। সেই ধাক্কা আর সামাল দিতে পারেননি কেউই। আসাযাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম কামিন্দু মেন্ডিস। ৬৬ বলে ৬৪ রান করে অষ্টম উইকেট হিসেবে ফেরেন তিনি। ম্যাচ থেকে অবশ্য এর আগেই ছিটকে গেছে শ্রীলংকা। ৩০.২ ওভারেই থামে তাদের ইনিংস।

পূর্ববর্তী নিবন্ধবৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রাম ও বিশাপের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধপদাতিকের হকি খেলোয়াড়দের সংবর্ধনা