শ্রীলংকাকে আট গোল দিল বাফুফে একাডেমি দল

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১:০৬ অপরাহ্ণ

বাংলাদেশচীনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ক্রীড়া বিনিময় কার্যক্রমে দারুণ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এলিট একাডেমির কিশোররা। চীনের লিজাং শহরে চলা তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে একতরফা লড়াইয়ে ৮০ গোলে হারিয়েছে তারা। ৮০ মিনিটের ম্যাচে দুই অর্ধে চারটি করে গোল করেছে বাফুফে একাডেমি দল। প্রথমার্ধে গোল করেন নাইম, তাহসান, রনি ও হেদায়েত। বিরতির পর মাঠে নেমেই জোড়া গোল করেন মেহেদী। স্কোরশিটে নাম তোলেন স্বপন এবং তাহসান। এর আগে প্রথম ম্যাচেই দুর্দান্ত শুরু করেছিল লালসবুজের কিশোররা। সানইয়াং অনূর্ধ্ব১৭ দলকে ৪০ গোলে হারিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করে তারা। মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইউহানের।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
পরবর্তী নিবন্ধভারতের কাছে হেরে সেমিতে বাংলাদেশের সামনে পাকিস্তান