
দাম্পত্য সম্পর্কের ভাঙনের মুখে সংসার টিকিয়ে রাখতে রোশান সিংয়ের মামলার পর তার সঙ্গে বিচ্ছেদ চেয়ে পাল্টা মামলা করলেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। খবর বিডিনিউজের। জুনের প্রথম সপ্তাহে শ্রাবন্তীকে নিয়ে সংসার টিকিয়ে রাখতে শিয়ালদহ আদালতে মামলা করেছিলেন তার স্বামী রোশান, সেই মামলার সমন গ্রহণ করলেও আদালতে গরহাজির ছিলেন এ অভিনেত্রী।
এরপর গত বৃহস্পতিবার আলিপুর আদালতে রোশানের সঙ্গে বিচ্ছেদ চেয়ে শ্রাবন্তী মামলা করেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।