লিখতে চেয়েছি শ্রাবণের গান
শ্যাওলার গোপন কথা
শ্রাবণের পুঁথি হিরন্ময় পোড়া আকাশ বৃষ্টিজল
অনির্বচনীয় শব্দেরা জীবনের অলৌকিক মায়াকাচে বন্দি
অন্তরঙ্গ স্বর পড়শি পুকুর এক হতে চায় ভালোবাসায়
শ্রাবণের সন্ধ্যা নামে নিষ্ঠুর আদরমেখে
নিঃশব্দ বেলিফুলের মালা জড়ায় খোঁপা প্রশ্ন করে
পদ্মপলাশে শ্রাবণের হিংস্রজলে ঈর্ষায়
ভালোবেসে মরে যেতে পারো কি?