শ্রাবণ মাসের মেঘলা আকাশ
এমন করে কেন তাকাস।
গাছপালা তো ভেজায় খুশি
বুকের ভেতর সুখটা পুষি
নদী নালায় বাড়ে গতি
থামে না সে, থাকে না যতি,
কিশোর ছুটে নদীর পাড়ে
খেলায় মত্ত ঝোপেঝাড়ে।
অবুঝ শিশু বুঝে না সে
ছিটকে পড়ে মরা ঘাসে।
নদীর কোলে নৌকা ভাসে
ঘাটের মাঝি ছুটে আসে।
বৃষ্টি ভেজা মাঠে জল
নদী আর কূল সমতল।
পানির স্রোত কলকল
কূলহীন চোখ টলোমল।
গাঁয়ের রাস্তা আঁকা বাঁকা
শৈশবের স্মৃতি যত্নে রাখা।
খেলতাম আমরা মিলিমিশে
হারিয়ে সকল দিকদিশে।