শ্রাবণের স্পন্দন

শরণংকর বড়ুয়া | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:০৩ পূর্বাহ্ণ

শ্রাবণ মানেই মনে বৈচিত্র্য

প্রতিটি বৃষ্টির ফোঁটায়

আলতো পরশে প্রকৃতি

পায় নব প্রাণের স্পন্দন।

সব আবর্জনা ধুয়ে মুছে

প্রকৃতি সতেজ করে তুলতে

প্রতি বছর আসে শ্রাবণ

মাটি ফিরে পায় নব যৌবন।

শ্রাবণের কালো ঘন মেঘ

সারি সারি আকাশ জুড়ে

নির্জন একাকি ঘরে রজনী কাটে

মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়।

ব্যাকুল বিস্ময় ব্যর্থ দিনগুলো

নিয়ে শুধুই একা একা ভাবি

বাইরে ঝিরঝির মৃদু হাওয়া

বৃষ্টি ঝড়ে নিজঝুম নিষ্ঠুর ধারায়।

অন্ধকারে ঢাকা খোলা আকাশ

বরষায় হৃদয় উঠেছে মেতে

মেঘের ওপারে গিয়ে দেখতে

ইচ্ছে করে বার বার।

পূর্ববর্তী নিবন্ধজনকল্যাণে ফুটপাত দখলমুক্ত করুন
পরবর্তী নিবন্ধপ্রতারকের ফাঁদে ধ্বংসের পথে মানুষের জীবন