শ্রাবণের শেষে

মনজু আলম | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৪:৫৪ পূর্বাহ্ণ

শ্রাবণের শেষে নদী তীর ঘেঁষে

নয়তো বিলের ধারে,

সারে সারে সব সাদা ধবে ধব,

কাশ ফুল মন কাড়ে।

সুনীল আকাশে পেঁজা পেঁজা মেঘ,

নানা আলপনা আঁকে,

সবুজে সবুজ প্রকৃতি এখন,

পাখি গায় শাখে শাখে।

কড়া কড়া রোদে গাছের ছায়ায়,

সমীরণ অবিরত

তুমি এলে পাশে তুলতুলে ঘাসে,

বসে গান গপ হত!

অনেক শ্রাবণ এসে চলে যায়

দেখা তো হয় না হায়!

মনের আকুতি গোপন কাকুতি

মিনতি বিফলে যায়!

খাল বিল নদী যৈবতী নারীর,

মতোই এখন ভরা,

এই ভাবে যদি ভরে যেত যত,

হৃদয়ে লুকানো খরা!

পূর্ববর্তী নিবন্ধমরিস হিউ ফ্রেডরিক উইলকিন্স : নোবেল বিজয়ী চিকিৎসা বিজ্ঞানী
পরবর্তী নিবন্ধআলো আঁধারি জীবন