শ্রাবণের মেঘ

অপু চৌধুরী | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:১৮ পূর্বাহ্ণ

অই চেয়ে দেখো আষাঢ় গগনে

কোনোখানে নেই ঠাঁই

কালো মেঘগুলো ভীড় জমিয়েছে

ওগাঁয়ের কিনারায়।

কাঁদো কাঁদো মেঘ কী যে উদ্বেগ

আকাশটা অস্থির

কিছুকাল পরে কাঁদাবে অঝোরে

কর্ণফুলীর তীর।

মেঠো জনপদে খালবিল নদে

হয়ে উঠে বেসামাল

কাঁদাবে সে আরো বয়সে প্রগাড়ো

উঁচু পাহাড়ের ঢাল।

চারিদিকে শুধু বিপদ উড়ছে

যেও নাকো কেউ বাইরে

উতলা বরষা ফুঁসে উঠে গাঁয়ে

বন্যা নামাতে যায়রে।

ঘরপোষা পশু ঘরে থাক আজ

দিও নাকো মাঠে চরতে

শ্রাবণের মেঘ বন্যা নামাবে

বরষা ঝরতে ঝরতে।

পূর্ববর্তী নিবন্ধখোলাবাজারে ডলারের দর বেড়ে ১২৪ টাকা
পরবর্তী নিবন্ধবৃষ্টি এলো