শ্রাবণের বৃষ্টির নেশা

রূপক কুমার রক্ষিত | শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

কারো সাথে এই, কোনো প্রেম নেই,

তবে এ কেমন অনুভব গোপন!

এ মেঘলা দুপুরে মেঘের ঘোরে,

মনের খেয়ালে মনে মনে ঘুরে,

এ কী, কোন অচেনা মনকাড়া স্বজন!

খেয়ালের ক্যানভাসে, প্রতি কোরিডোরে

এ যে দেখি আবেগের হৃদয়ক্ষরণ!

অষ্টাদশী পাকে শ্রাবণের সুরে

বৃষ্টির নেশা, কবিতা ছুঁয়ে যায়

বুঝি, উষ্ণ বিলাসী কোন যাযাবরী মন।

অনুভূতিতে, আলতো ভাঁজে

আহ্লাদী উষ্ণতা,

নিঃশ্বাসের গায়ে, আনমনা ঘুরে

আবেশী কিছু বারতা;

আঁচড় ফেলে যায়, অভিমানী ভাষায়

নাবলা অনেক কথন।

এখানে আদর জমা মায়া জড়িয়ে,

ভালোবাসার গন্ধ জমা আকুলতা নিয়ে;

ক্লান্তির রেখায়, আঁকা পড়ে থাকে

অতৃপ্তির লুকানো আলিঙ্গন।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নই সাফল্য
পরবর্তী নিবন্ধজম্মু-কাশ্মীরে ইসলাম প্রচারের ইতিহাস