শ্রাবণের অপেক্ষায়

| বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৮:৫৬ পূর্বাহ্ণ

 

কল্যাণ বড়ুয়া

কদম ফুটেছিলো ঠিকই।

তবুও আসেনি আষাঢ় মনের বারান্দায়,

বৃষ্টিও ঝড়েনি হৃদয় জুড়ে।

অপেক্ষায় ছিলাম শ্রাবণের,

শ্রাবণ এলে মনের কোণে উঠবে

সেই কাঙ্ক্ষিত ঝড়।

আকাশ জুড়ে শ্রাবণের

জড়ো জড়ো মেঘ।

বৃষ্টি নামার অপেক্ষায় পৃথিবীতে।

মুষল ধারার বৃষ্টিতে ভিজবো দু’জনে।

শীতল হাওয়ায় বইবে বসন্তের সুর,

বর্ষার আলিঙ্গনে মিলনে বইবে

স্নাত ঝর্ণাধারা।

বৃষ্টিতে মাট ভিজলো,

উপছে পড়া নদীর

পানিতে প্রেমের জোয়ারে ভাসলো

ভালোবাসার তরী।

আমার শ্রাবণ তো এলো না।

মনের কোণে আসলো না

সেই ঝড়,

হৃদয়ে বাজলো না শ্রাবণের সুর।

আশার নদীতে পড়েছে ভাটা।

অপেক্ষার তরীতে বসে অপেক্ষায়

সময় কাটে, ভালোবাসার মানুষ

শ্রাবণের অপেক্ষায়।

পূর্ববর্তী নিবন্ধতাপদহন
পরবর্তী নিবন্ধপ্রস্থান