বর্ষা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ঠিক তেমনি কবিতা, গানে বর্ষা তার অনন্য সৃষ্টিতে ভাস্বরিত। অগ্রচিন্তার পাঠকের পত্রিকা “অনন্যধারা”। গত ২ আগস্ট চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে ‘অনন্যধারা’ আয়োজিত ‘কবিতা, গান ও কথামালা’ শীর্ষক অনুষ্ঠান হয়ে গেল। কবি ও শিশুসাহিত্যক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ–সাহিত্যিক ড. আনোয়ারা আলম। আলোচক ছিলেন কবি–শিশুসাহিত্যিক গীতিকার জসিমউদ্দিন খান, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, কবি–শিশুসাহিত্যিক অরুণ শীল এবং নাট্যজন সনজীব বড়ুয়া। অনুষ্ঠানের প্রারম্ভে বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি শাহ আলম নিপুর মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন অনন্যধারা পত্রিকার সম্পাদক গল্পকার রুনা তাসমিনা। জসিমউদ্দিন খান অনন্যধারার সফলতা কামনা করেন। দীপক বড়ুয়া বলেন, অনন্যধারার অগ্রযাত্রা ভবিষ্যতে অব্যাহত থাকবে। অরুণ শীল বলেন– একটা সাহিত্য পত্রিকা আমাদের সমাজে সেতুবন্ধন রচনা করে। সাহিত্য এবং সৃষ্টিশীলতা নিয়ে অনন্যধারা এগিয়ে যাচ্ছে। সনজীব বড়ুয়া বলেন– অনন্যধারা নিজে অনন্য, আমরা সৃষ্টির সাথে আছি এবং অনন্যধারার সাথে আছি। ড. আনোয়ারা আলম বলেন– বর্ষা আমাদেরকে এক ধরনের স্মৃতিকাতরতায় নিয়ে যায়। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এক বিশাল সম্পদ। ছোট পত্রিকাগুলো আজ হারিয়ে যাচ্ছে কিন্তু “অনন্যধারা” এখনো চলমান রয়েছে।
অনন্যধারা পত্রিকাটি তিন বৎসর পূর্ণ করেছে, এটা অনন্যধারার জন্য নিঃসন্দেহে একটা আনন্দ সংবাদ। নতুন এবং পুরানো লেখকদের লেখা নিয়ে পত্রিকাটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কবিতায় কবিরা বর্ষাকে বিভিন্নভাবে চিত্রায়িত করেছেন। লেখালেখির মধ্যে যেন কোন প্রতিহিংসা না থাকে। “আমি ভালো লিখবো, পাশাপাশি যারা লিখবে তাদেরকে অভিনন্দন জানাবো”– এ বলে তাঁর সভাপতির সমাপনী বক্তব্য দেন কবি রাশেদ রউফ। গান পরিবেশন করেন– ইকবাল হায়দার –তাঁর কন্ঠে ছিল প্রিয়জন হারানোর বেদনা। শিউলি নাথ এবং সুমি দাশের পরিবেশনায় গান দুটো ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী। স্বরচিত কবিতা পাঠে অংশ্রগহণ করেন– ড. প্রণব কুমার চৌধুরী, ইউসুফ মুহাম্মদ, সোমা মুৎসুদ্দী, শামীম ফাতেমা মুন্নী, ইসমাইল জসীম, শিরীন আফরোজ, জয়তুননেছা জেবু, মাহবুবা চৌধুরী, আকাশ আহমেদ, আনোয়ার মালেক মজুমদার, তারিফা হায়দার, প্রতিমা দাশ, শাহীন ফেরদৌসী, সিমলা চৌধুরী, প্রোদ্যুত কুমার বড়ুয়া, সৌভিক চৌধুরী, তসলিম খান, লিটন কুমার চৌধুরী, জি এম জহির উদ্দীন, সুইটি চৌধুরী পূর্বা এবং মোহাম্মদ এনায়েত হোসাইন। শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দে ছন্দে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ছড়াকার ও গল্পকার সুসেন কান্তি দাশ। বর্ণিল অনুষ্ঠান আয়োজনের জন্য “অনন্যধারা” পত্রিকার সম্পাদককে জানাই ধন্যবাদ।