শ্রম শোষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান

মে দিবসের সভা

| মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

বিভিন্ন স্থানে মহান মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন-বিশ্বব্যপী শ্রমিকরা বঞ্চনার শিকার, শ্রমিকদের ন্যায্য অধিকার উপেক্ষিত। শ্রমিক নির্যাতনও অব্যাহত রয়েছে। সভায় শ্রম শোষণ ও শ্রমিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জাতীয় শ্রমিক পার্টি চট্টগ্রাম মহানগর : জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন চক্রবর্ত্তী বলেছেন, শ্রমজীবী, কর্মজীবীদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিল জাতীয় পার্টি সরকার। সেই সময় চালু হয় শ্রমিক-কর্মচারীর কল্যাণে আবাসন ব্যবস্থা, মহার্ঘভাতা, চিকিৎসা ভাতা, পেনশন ইত্যাদি। যা এখনো চলছে। বক্তারা বলেন- ১৯৮৬ সালের এদিন শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিক শ্রেণির প্রাপ্য অধিকার ও স্বার্থ রক্ষায় শোষণের বিরুদ্ধে প্রতিরোধ ও আত্মত্যাগের গৌরবময় ইতিহাস সৃষ্টি হয়েছিল তা অনাদিকাল ধরে বিশ্বের মেহনতি মানুষের কাছে স্বর্ণোজ্জ্বল হয়ে থাকবে। মহান মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল আত্মত্যাগকারী মানুষকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জাতীয় শ্রমিক পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত মে দিবসের আলোচনা সভায় বক্তারা একথা বলেন। নগর জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক মো. ওসমান খানের সভাপতিত্বে সদস্য সচিব হারুনুর রশিদ হারুনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জাপা কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী, শ্রমিক নেতা সাহাবউদ্দিন, জাপা নগর যুগ্ম সম্পাদক শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ও যুব সংহতির সদস্য সচিব আবছার উদ্দিন রনি, শ্রমিক নেতা সাদ্দাম হোসেন। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মো. তারেক, সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব শাহাদাত হোসেন স্বপন, যুব সংহতি যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ মুন্না, শ্রমিক নেতা সুলতান আহমদ, জয়নাল, তরুণ পার্টি সদস্য সচিব তরিকুল ইসলাম তারেক, নগর ছাত্র সমাজ সদস্য সচিব শরিফুল মোল্লা নীরব।
বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ : রেলওয়ে জামে মসজিদে নগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে মহান মে দিবস উদযাপন উপলক্ষে ১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেটে ন্যায্য দাবিতে আন্দোলনে নিহতদের স্মরণে ও করোনায় মৃত্যুবরণকারী শ্রমিক নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত কামনায় কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ শফর আলী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মো. ইসহাক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগের সদস্য মোঃ ঈছা, মো. হাজী বেলাল। উপস্থিত ছিলেন নগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. মিরন হোসেন (মিলন), যুগ্ম-আহ্বায়ক মো. আলমগীর, মীর মো. নওশাদ, সিরাজুল ইসলাম নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমগনামায় জয়নাল হত্যার ঘটনায় মামলা, আটক ৫
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে গুলিসহ যুবক আটক