শ্রম অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত চলমান প্রক্রিয়া : পররাষ্ট্রমন্ত্রী

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১০:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের অনুসন্ধানকে চলমান আলাপআলোচনার অংশ বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের (ইউএসআইটিসি) বাংলাদেশসহ পাঁচ দেশে এ নিয়ে তদন্তের বিষয়ে গতকাল এক প্রশ্নে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তদন্ত করছে, বিষয়টা সঠিক টার্ম নয়। শ্রম অধিকার ও এর উন্নয়ন নিয়ে আমাদের সাথে বহুদিন ধরে আলাপআলোচনা চলছে এবং সেই আলোচনার অংশ হিসেবে তাদের কয়েকটি সংস্থা থেকে আমাদের সাথে বসেছে, শ্রমিক অধিকার সংগঠনের সাথে বসেছে। এটা রেগুলার প্রসেস, আজকে নতুন হচ্ছে তা নয়, আগেও হয়েছে। অর্থাৎ কর্মপরিবেশ উন্নয়ন, শ্রম পরিবেশের উন্নয়ন, এ নিয়ে আমাদের সাথে আলাপ আলোচনা আছে। খবর বিডিনিউজের।

নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠিতে একসঙ্গে কাজ করার আশ্বাসের মধ্যে শ্রম অধিকার নিয়ে তদন্তের বিষয়টি তুলে ধরে ওই প্রশ্ন করা হয়। উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চিঠিতে সম্পর্ককে নতুন অধ্যায়ে নেওয়ার কথা বলেছেন বাইডেন। প্রধানমন্ত্রীও চিঠির উত্তরে একযোগে কাজ করার কথা বলেছেন। সামনের দিনগুলোতে আমাদের সম্পর্ক আরও সুন্দরভাবে, আরও নতুনভাবে এগিয়ে যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে টানা সফর নিয়ে এক ব্রিফিংয়েএ প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী হাছান। ১ মার্চ থেকে তুরস্কে তিন দিনের আনাতালিয়া ডিপ্লোম্যাটিক ফোরামে যোগ দেন তিনি। আনাতালিয়া ফোরামের সাইডলাইনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তার বৈঠক হয়।

বৈঠকে দেশটির কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নে হাছান মাহমুদ বলেন, আমরা তুরস্ক থেকে কিছু ড্রোন কিনি, কিছু সামরিক সরঞ্জাম কিনি। সেটা তো আমাদের চলমান প্রক্রিয়া। এখন আমরা অর্থনৈতিক সম্পর্ক এবং বাণিজ্য নিয়ে আলোচনা করেছি। কোনো স্পেসিফিক ইস্যুর ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করেছি, তা নয়।

মিয়ানমারে সংঘাতের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগের মধ্যে আছি। মিয়ানমারে যা ঘটছে, সেটি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার : বাসস জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার যেমন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর, তেমনি জনগণকেও সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে পণ্য মজুত করে ও অতিরিক্ত মুনাফা লাভের জন্য কৃত্রিম উপায়ে দাম বাড়ায় যা অত্যন্ত দুঃখজনক। সারা বিশ্বে উৎসব পার্বণে দ্রব্যমূল্য কমে আর আমাদের দেশে অসাধু ব্যবসায়ীরা দাম বেশি রাখে। সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর এবং এ অভিযান চলমান। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে জনগণ যখন মোর্চা গড়ে তুলবে তখন তারা কোথায় যাবে? প্রশ্ন রাখেন হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের জেদ্দায় ৫ মার্চ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান ও ইসরায়েলকে বয়কট করার প্রস্তাব অত্যন্ত প্রশংসিত হয়েছে। পাশাপাশি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তার সঙ্গে সাক্ষাত অত্যন্ত ফলপ্রসূ ছিল উল্লেখ করে হাছান বলেন, সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জন্য অগ্রাধিকার রয়েছে বলে জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সৌদি আরবের সাথে পূর্বের শুধু জনশক্তি রপ্তানির সম্পর্ককে বহুমাত্রিক সম্পর্কে রূপ দিয়েছে এবং সৌদিতে ১০ বিলিয়নসহ পুরো গালফ দেশগুলোতে ৫০ বিলিয়ন গাছ লাগানোর উদ্যোগে বাংলাদেশ অংশ নেবে। এ বছরের দ্বিতীয়ার্ধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে বলেও জানান মন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাসহ ১১ জনের ১৫ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধবঙ্গোপসাগরে জেলিফিশের দাপট